ঢাকারবিবার , ২০ এপ্রিল ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি

মেহেদী ইমামঃ
এপ্রিল ২০, ২০২৫ ১১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

রাঙামাটিতে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐহিত্যকে সমুন্নত রাখার প্রয়াসে মারমা সাংস্কৃতিক সংস্থ্যা (মাসস) এর উদ্যোগে এই জল উৎসব অনুষ্ঠিত হয়।

শনিবার দুপুরে রাঙামাটি চিং হ্লামং মারি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

সাংগ্রাইং উদযাপন কমিটির সভাপতি থোয়াই সুই খই মারমার সভাপতিত্বে এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও তার স্ত্রী-কন্যা, ইতালি ও নেদারল্যান্ডস এর রাষ্ট্রদূত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম, যুগ্ম সচিব কঙ্কন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।

মাসস সাধারণ সম্পাদক উশানু মারমা নয়ন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি সুপ্রদীপ বলেন, বাংলাদেশে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলতে কিছু নেই। নেই কোন বৈষম্য। ভবিষ্যতে কেউ যেন বৈষম্যর স্বীকার না হয় সেদিকে নজর দিতে হবে। সকলের জন্য সমান উন্নয়ন করতে হবে। আমরা সকলে একসাথে আছি, আমাদের মধ্যে ডাইভারসিটি থাকতে পারে কিন্তু আমরা সবাই বাংলাদেশী।

তিনি আরো বলেন, পাহাড়ের মানুষের ভাগ্যোন্নয়ন করতে অত্রাঞ্চলে কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করার কোনো বিকল্প নেই। এখানকার লাইভলিহুড ডেভেলপমেন্ট ও ভারসাম্য পরিবেশ গড়ে তোলার পাশাপাশি নারীর ক্ষমতায়ন এবং উদ্যোক্তা সৃষ্টি করে সমবায় সমিতি সৃষ্টির মাধ্যমে আর্থিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। তবেই এই এলাকার মানুষের মাঝে কাঙ্খিত উন্নয়ন সম্ভব।

এসময় মারমা সাংস্কৃতিক শিল্পীরা অতিথিদের সামনে নৃত্য পরিবেশন করেন।

পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে ফিতা কেটে ও পানি ছিটিয়ে দিয়ে জলকেলির উদ্বোধন করেন। এর আগে মাসস নেতৃবৃন্দ অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।