বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে সিয়াম গাজী (২০) নামে এক ইজিবাইকের যাত্রী নিহত হয়েছে।এ সময় সিয়াম গাজীর বাবাসহ আরও দুই যাত্রী আহত হয়েছে।শনিবার (১৯ এপ্রিল)সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে সাহাবাড়ীর পুল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।মোরেলগঞ্জের মহিশপুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই তমিজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত সিয়াম গাজী তেলীগাতী গ্রামের মজিবর রহমান গাজীর ছেলে।
মহিশপুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই তমিজ উদ্দিন জানান,সকালে মজিবর রহমান গাজী তার এক নিকট আত্মীয়ে মৃত্যুর সংবাদে মোরেলগঞ্জের তেলীগাতী থেকে ইজিবাইক ভাড়া করে পিরোজপুর যাচ্ছিল। ইজিবাইকটি বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাহাবাড়ীর পুল এলাকায় পৌছালে বিপরিত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলেই সিয়াম গাজী নিহত হয়।এ সময় সিয়াম গাজীর বাবা মজিবর রহমান গাজী,ইজিবাইক চালক বাপ্পী ও অপর এক যাত্রী আহত হয়।
খবর পেয়ে আহত ও নিহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।