খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকসাহিত্য অন্বেষণ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৭ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার উদ্বোধন করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।
কর্মশালায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম ১৩টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বসবাস করছে। এরমধ্যে চাকমা, মারমা, ত্রিপুরা উল্লেখযোগ্য। এদের নিজস্ব ভাষা, সংস্কৃতি রয়েছে। এসব সংরক্ষণ এবং সমৃদ্ধ গবেষণার দরকার বলে মনে করেন অনেকে।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক আবুল কালাম,খাগড়াছড়ি জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
কর্মশালায় ত্রিপুরা লোকসাহিত্য প্রবন্ধ উপস্থাপন করেন,লেখক গবেষক মথুরা ত্রিপুরা,মারমা ভাষায় লোকছড়া,সাংস্কৃতি অভিব্যক্তি ও ভাষা ধারক কবি ও বাচিক শিল্পী এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী ও চাকমা লোকসাহিত্যের স্বরুপ খাগড়াছড়ি সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপত কৃতি চাকমা।
কর্মশালায় চাকামা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর লেখক, সাহিত্যিক, গবেষক ছাড়াও শিক্ষক, সাংবাদিক সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।#