ঢাকাবৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে সকাল থেকে টানা বৃষ্টি, জনজীবনে চরম দুর্ভোগ

মাসুম বিল্লাহ,বরগুনা প্রতিনিধি:
এপ্রিল ১৭, ২০২৫ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

 

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোর থেকে আমতলীতে টানা বৃষ্টিপাত শুরু হয়েছে। একটানা ভারী বৃষ্টির কারণে শহরের বেশিরভাগ রাস্তাঘাটে পানি জমে গেছে, কাঁচা রাস্তাগুলো কাদায় পরিণত হওয়ায় জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে। তারই প্রভাবে আমতলীসহ বরগুনা জেলায় শুরু হয়েছে অবিরাম বর্ষণ, যা শুক্রবার পর্যন্ত স্থায়ী হতে পারে।

শহরের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা জানান, সকাল থেকে ক্রেতাশূন্য বাজারে বিক্রি নেই বললেই চলে। কেউ কেউ দোকান খুললেও আবার বৃষ্টির তীব্রতায় বন্ধ করে দিয়েছেন।

স্থানীয় বাসিন্দা রুবেল হোসেন বলেন, “রাস্তায় হাঁটাও যায় না। পাড়ার রাস্তায় হাঁটু সমান কাদা। ছোট বাচ্চাদের স্কুলেও পাঠাতে পারিনি।”

এদিকে আমতলী উপজেলা প্রশাসন জানায়, দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রয়োজনে আশ্রয়কেন্দ্র খোলার ব্যবস্থাও রয়েছে।

স্থানীয়দের প্রতি সতর্কতা জারি করে প্রশাসন বলেছে, “জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন বাইরে না বের হয়। পুরনো ও ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি থেকে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হচ্ছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।