“Don’t Sell Our Future (আমাদের ভবিষ্যৎ বিক্রি করো না)” স্লোগানে বরগুনার আমতলীতে এক্টিভিস্টা বরগুনার সদস্যদের উদ্যোগে, গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ এর সহযোগিতায়, নজরুল স্মৃতি সংসদ এর আয়োজনে একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় জলবায়ু ন্যায্যতা এবং জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে গ্লোবাল ক্লাইমেট একশন ২০২৫ উদযাপন করা হয়।
ক্লাইমেট স্ট্রাইক এক্টিভিস্টা বরগুনার ইয়ুথ সদস্যরা বাংলাদেশের পক্ষে কিছু দাবি তুলে ধরেন, তার মধ্যে অন্যতম- গ্রীন হাউস গ্যাস নি:সরণ কমানো, জ্বালানী নীতিতে নারীদের অবস্থান সুদৃঢ় করা, ন্যায্যতার ভিত্তিতে জলবায়ু তহবিল বৃদ্ধি ও তাতে ভুক্তভোগী দেশগুলোর অভিগম্যতা সহজীকরণ ইত্যাদি দাবীতে ইয়ুথ সদস্যরা আমতলী প্রেসক্লাবের সামনে ক্লাইমেট স্ট্রাইক করেন।
একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের ইয়ুথ সদস্যদের সাথে উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো.লিমন বিশ্বাস এবং প্রকল্পের অন্যান্য কর্মকর্তাগণ।