ঢাকাবৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

প্রশাসনের অভিযানের পরেও বন্ধ হয়নি অবৈধ ইটভাটা

খুলনা ব্যুরো-
এপ্রিল ১০, ২০২৫ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের হাট ফাজিলপুর রোডে কুমিড়াদাহ এলাকায় মেসার্স মোল্লা ব্রিকস ও রাতুল ব্রিকস নামের র্দীঘদিন ধরে গড়ে উঠেছে দুইটি ইটভাটা। বছরের পর বছর ধরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানোর লাইসেন্স্ ছাড়াই চলছে এ ইটভাটার কার্যক্রম। সম্প্রতি শৈলকুপা  উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুস সালেহীন ভ্রাম্যামান অদালতের মাধ্যমে এ ইটভাটা দুইটি বন্ধ ঘোষনা করলেও এখানো পুরোদমেই চলছে ইট প্রস্তুত কার্যক্রম।

শৈলকুপা উপজেলা প্রশাসন সুত্র জানায়, মেসার্স মোল্লা ও রাতুল ব্রিকস নামে ইটভাটা দুটি’র পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় গত ৬ মার্চ ২৫ তারিখে একটি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ ইটভাটা দুটি’র কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়।শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুস সালেহীন ভ্রাম্যমান আদালতে অবৈধ এ ইটভাটা দুটির ৮০ হাজার টাকা জরিমানা করেন ভাটা মালিকদের। ইটভাটার মালিক আমজাদ হোসেন মোল্লা ও সাইফুল ইসলাম খোকন  জরিমানার অর্থ পরিশোধ করেছেন।

সম্প্রতি সরেজমিন ঘুরে দেখা যায়, ইটভাটাতে কাজ করছে শ্রমিকরা। কেউ ইট প্রস্তুত করছে আবার কেউ চুল্লি থেকে ইট বের করে স্টিক সাজাচ্ছে। পুরোদমেই চলছে ভাটার কার্যক্রম।

কীভাবে কত দিন ধরে ইটভাটার কর্যক্রম চালু হয়েছে এমন প্রশ্নের জবাবে ইটভাটার ম্যানেজাররা বলেন, অভিযান হয়েছে, অফিসে ভ্যাট টেক্স দিয়েই আমরা চালু করেছি। আমি এ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি নই। আপনারা আমাদের কোম্পানীর মালিকের সাথে কথা বলেন।

মেসার্স রাতুল ব্রিকসের মালিক সাইফুল ইসলাম খোকন মুঠোফোনে বলেন, আমি অনেক লোকশানের মধ্যে আছি। এখানো সব ইট পুড়ে শেষ করতে পারি নাই। তাই পরিবেশ অধিদপ্তরের মৌখিক অনুমোদন নিয়ে কাজ করছি। আপনারা আমার ক্ষতি করবেন না।

এবিষয়ে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মুন্তাছির রহমান বলেন, যদি ইটভাটা পুনরায় চালু হয়ে থাকে তাহলে জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলে পরবর্তি ব্যবস্থা গ্রহন করা হবে।

উপজেলার শেখপাড়া বাজারের পাশে এসবিআর ইট ভাটা পরিবেশ অধিদপ্তরের অভিযানে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হলেও আবারো নতুন করে কার্যক্রম চলমান।এবিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান বলেন, অভিযানের করে ভেঙ্গে ফেলার পরেও কার্যক্রম চলমান থাকে তাহলে এইস বি আর ভাটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।