ফিলিস্তিনে গাজায় ইসরাইলের বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল করে দীঘিনালার সর্বস্তরে মুসলিম তৌহিদী জনতা ।
আজ সোমবার খাগড়াছড়ি দীঘিনালায় ফিলিস্তিনে গাঁজায় ইজরাইলের বাহিনির চলমান হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি বোয়ালখালী বাজার মসজিদ থেকে শুরু হয়ে দীঘিনালা কলেজ গেট গিয়ে শেষ হয় । মিছিলে হাজারো তৌহিদী জনতার উপস্থিতি দেখা যায়।
দীঘিনালার প্রতিটি মসজিদ থেকে ইমাম সাহেবগণ মুসল্লী নিয়ে মিছিল অংশগ্রহণ করে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেয় ছাত্রনেতা মোঃ জাহিদ , ইসলামী যুবনেতা মোঃ আশরাফুল।
সমাবেশের সভাপতিত্ব করেন দীঘিনালা কেন্দ্রীয় জামিয়া মসজিদের ইমাম মাওলানা জামিল সাহেব ।
সমাবেশে বক্তারা সারা বিশ্বের মুসলমানকে এক হয়ে ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানায় ।
এবং ইসরাইলি সকল পণ্য বয়কটের ডাক দেয়