খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহ জনক একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বোয়ালখালী বাজার এলাকা থেকে দীঘিনালা থানার উপ-পরিদর্শক মোঃ রাজিব শেখ গোপন সংবাদের ভিত্তিতে নুর ইসলাম(৩৭) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
থানা সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ দিবাগত রাতে বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ীদের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে সেদিন রাতের সিসিটিভির ফুটেজ দেখে সন্দিগ্ধ একজন কে গ্রেপ্তার করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। তার
দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া জানান, অগ্নিকান্ডের ঘটনায় একটি মামলা নেওয়া হয়েছে। অগ্নিকান্ডের সময় রাতে আগুন দেখে দৌড়ে পালানোর একটি সিসিটিভির ফুটেজ আমাদের কাছে এসেছে। মামলায় সন্দিগ্ধ আসামী হিসাবে একজন কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী আগুন দেখে পালানোর কথা স্বীকার করেছে। মামলার তদন্তের জন্য রিমান্ড চাওয়া হয়েছে।