ঢাকারবিবার , ৩০ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ নগরীতে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়া তরুণীর পরিচর মিলেছে

মাসুদ রানা(জেলা প্রতিনিধি)
মার্চ ৩০, ২০২৫ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ নগরীর ১৩ তলা বর্ণালী টাওয়ারের ছাদ থেকে পড়ে নিহত অজ্ঞাত তরুণীর পরিচয় মিলেছে। তিনি ময়মনসিংহ মুমিনুন্নিছা কলেজের অর্নাস প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যা পৌনে ৮টায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান শফিক এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত তরুণীর নাম ত্রিপলা ভদ্র একা (২০)। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বারুইপাড়া গ্রামের নেপাল চন্দ্র ভদ্র এবং লিপি দত্ত দম্পতির মেয়ে। ত্রিপলা নগরীর কালীবাড়ী কবরস্থান এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতে।
এর আগে, এদিন দুপুর সোয়া ১.১১ টার দিকে নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড় ১৩ তলা বর্ণালী টাওয়ার নামক ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মৃত্যুবরণ করে ওই তরুণী।
ওসি মো. সফিকুল ইসলাম খান শফিক বলেন, লাফিয়ে পড়ে মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত তরুণী এই ভবনে আসা যাওয়া করতেন। প্রেমঘটিত বিষয় থেকে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, দুপুর ১টা ১১ মিনিটে নীল জামা পরিহিত এক তরুণী ভবনে প্রবেশ করেন। পরে লিফটের মাধ্যমে ভবনের ছাদে চলে যান। দুপুর ১টা ১৪ মিনিটে এই তরুণী নিচে পড়ে যান।
ওসি আরও বলেন, তরুণীর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।