ঢাকারবিবার , ৩০ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

সম্প্রীতির বন্ধনে এনসিপি কক্সবাজারের গ্র্যান্ড ইফতার, হাজারো মানুষের মিলনমেলা

এরফান হোছাইন:
মার্চ ৩০, ২০২৫ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

/রমজানের মাহাত্ম্যে সৌহার্দ্যের বন্ধন
/জনসেবার রাজনীতিতে এনসিপির অঙ্গীকার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টের হোটেল সি প্রিন্সেসে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিন। তিনি বলেন, “রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয়, এটি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করারও সুযোগ। এনসিপি সবসময় জনসেবার রাজনীতিতে বিশ্বাসী, এবং আমাদের এই আয়োজন তারই একটি অংশ।”
কক্সবাজার জেলার বিভিন্ন দপ্তরের আমলা ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ীরা এই অনুষ্ঠানে অংশ নেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারা এ ধরনের সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এই ইফতার মাহফিলটি কক্সবাজারের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে এক মিলনমেলার সৃষ্টি করে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ হয়ে ওঠে। এনসিপি নেতারা জানান, তারা জনসেবার মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষের সাথে সম্পৃক্ত হতে চান এবং এই ধরনের আয়োজন সেই লক্ষ্য পূরণে সহায়ক হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।