সিরাজগঞ্জের তাড়াশে একটি কল্যাণময় সমাজ ও রাষ্ট্র বিনির্মানে তাক্ওয়ার গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে মারকাজুত তাকওয়াহ মাদ্রাসা মিলনায়তনে যুব ইসলামি আন্দোলন বাংলাদেশ তাড়াশ শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। ইসলামি যুব আন্দোলন তাড়াশ শাখার সভাপতি মাওলানা মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ তাড়াশ শাখার সভাপতি প্রভাষক মাওলানা মোঃ আল মামুন। এতে প্রধান আলোচক ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ তাড়াশ শাখার সাধারণ সম্পাদক হাফেজ মোঃ আল ইমরান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ তাড়াশ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আবুল কাশেম,ইসলামি আন্দোলন তাড়াশ উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা মোঃ আব্দুল সালাম ওছমানী,ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ তাড়াশ শাখার সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া হুসাইন। এ আলোচনা সভায় বক্তারা ইসলামের আলোকে দেশ পরিচালনা করার জোড় দাবি জানান। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে বিশেষ এক দোয়া পরিচালনা করা হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ তাড়াশ শাখার সাধারণ সম্পাদক হাফেজ মোঃ লোকমান হোসেন।