ঢাকাশুক্রবার , ২৮ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

জুলাই অভ্যুত্থানে আহত-শহিদ স্মরণে তেলিহাটিতে বৈষম্য বিরোধী আন্দোলনের ইফতার মাহফিল

এহসানুল হক কবির,গাজীপুর প্রতিনিধি
মার্চ ২৮, ২০২৫ ৯:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে গাজীপুরের শ্রীপুর উপজেলার হাজী ছোট কলিম স্কুল এন্ড কলেজ মাঠে কোরআন খতম, ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বৃহস্পিবার (২৭ মার্চ) বিকেলের দিকে শ্রীপুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে উপজেলার তেলিহাটি ইউনিয়নের হাজী ছোট কলিম স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে ৫ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

জাতীয় নাগরিক পার্টির শ্রীপুর উপজেলা আহবায়ক প্রার্থী আবু রায়হান মিসবাহ-র সভাপতিত্বে ও উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফারাবী আদনান সাকিব ও আসাদুল ইসলাম ইমন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ন মুখ্য সংগঠক এডভোকেট আলী নাছের খান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাট্যকার মমিনুল ইসলাম, হাজী ছোট কলিম স্কুল এন্ড কলেজ এর সহকারী প্রধান শিক্ষক সালাহ উদ্দিন, কেন্দ্রীয় ছাত্র সংসদ নেতা তুলন, গাজীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমন সহ উপজেলা শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি, শহীদ ও আহত পরিবার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দ ও স্থানীয় এলাকাবাসী ।

এসময় বক্তারা আগামীর বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদ যাতে জন্ম না হয় সে বিষয়ে কঠিন হুশিয়ারী দেন। কথা বলার স্বাধীনতা এনে দিতে যারা জীবন দিয়েছেন এবং যারা হতাহত হয়েছেন সকলকেই বীরোচিত মর্যাদায় আসীন করার অনুরোধ জানানো হয়। এছাড়াও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতীয় নাগরিক পার্টির ছায়াতলে আসার আহবানও জানান তারা।

আলোচনা শেষে জুলাই অভ্যুত্থানে মহান শহীদ, আহত যোদ্ধাদের স্মরণে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মাসুম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।