পটুয়াখালীর কুয়াকাটায় ভিজিএফ’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ এনে বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে শতাধিক জেলে।
বৃহস্পতিবার সকাল ৯ টায় কুয়াকাটা পৌর ভবনের সামনে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়। এ সময় ভিজিএফ’র চাল থেকে বঞ্চিত শতাধীক জেলে তাদের হাতে জেলে কার্ড নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ করে।
বিক্ষোভকারীদের অভিযোগ কার্ডধারী জেলেদের চাল না দিয়ে রাজনৈতিক বিবেচনায় চালের স্লিপ দেয়া হয়। এ তালিকায় প্রবাসীর নামও রয়েছে। এতে শতাধিকেরও বেশি জেলে বাদ পরে যায়।
কার্ডধারী জেলেদের দাবী, আমরাই প্রকৃত জেলে। আমাদের কার্ড আছে,কিন্তু চাল দিচ্ছে না। যাদের কার্ড নেই, ভ্যান ওয়ালা,ব্যবসায়ী তাদের চাল দিচ্ছে। আমরা আমাদের চাল চাই। যাচাই-বাছাই করে পুনরায় তাদের নাম অন্তর্ভুক্ত করার দাবী জানায়।
১ নং ওয়ার্ডের জেল আঃ রহিম বলেন, ঈদের পূর্ব মূহুর্তে আমরা চাল পেলাম না। সাগরে মাছ নেই। পরিবার পরিজন নিয়ে কষ্টে আছি। আমরা চাল পেতে চাই। না হয় খাব কি?।
৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তানভীর রহমান মন্টু জানান, প্রকৃত জেলেদের চাল না দিয়ে রাজনৈতিক বিবেচনায় চাল বিতরণ করা হচ্ছে। বিদেশে রয়েছে এমন ব্যাক্তিকে চালের স্লিপ দেয়া হয়েছে। অথচ প্রকৃত জেলেদের বঞ্চিত করা হয়েছে। যা আগে কখনো হয়নি।
কুয়াকাটা পৌর সভার তথ্যমতে, কুয়াকাটা পৌরসভায় ১১’শ নিবন্ধিত জেলে রয়েছে। ঈদুল ফিতরের আগে ৮’শ জেলের তালিকা এসেছে। যেহেতু চাল কম আসছে। তাই কিছু জেলে চাল পাবেনা এটাই স্বাভাবিক। আমরা যাচাই বাঁচাই করেই চাল বিতরণ করছি। সঠিকভাবে বণ্টনের লক্ষ্যে জেলে কার্ড, এনআইডি সহ স্ব-শরীরে উপস্থিত হলে তালিকার সাথে মিলিয়ে চাল দেওয়া হচ্ছে। কারো চাল কারো হাতে দিচ্ছি না এমনটাই জানিয়েছেন পৌর প্রশাসক ইয়াসিন সাদেক।