ঢাকাবৃহস্পতিবার , ২৭ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে সালিশ রায় পক্ষে না আসায় বাদীকে হুমকি – হামলা

রফিকুল ইসলাম তাড়াশ, সিরাজগঞ্জ।
মার্চ ২৭, ২০২৫ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের তাড়াশে বিবাদমান সুফল ভোগীদের পুকুর দখল করা নিয়ে সা়লিশ বৈঠক বসে। সালিশ বৈঠকে নিজেদের পক্ষে রায় না আসায় বাড়ি আসার পথে বাদীকে পথ রোধ করে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণ নাশের হুমকী দেয়। একজন ঘটনায় ভুক্তভোগী তাড়াশ থানায় ৬ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন। আসামীরা হলেন, মো. মজনু, মো. মাসুদ, মো. সোলায়মান, রুবেল, আব্দুর রহিম ও শহিদুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কুমাল্লু গ্রামের মো. আবু হানিফ গং ও মো. মজনু গংয়ের সাথে দীর্ঘ দিন ধরে ওই গ্রামের ৫ বিঘা আয়তনের তারাটগাড়ী নামের একটি সুফলভোগীদের পুকুর দখল নিয়ে বিরোধ চলে আসছিল।
ওই বিরোধের জের ধরে গত ২৬ মার্চ ওই বিরোধ নিষ্পত্তির লক্ষে নিমগাছী বাজার নামক স্থানে সালিশ বৈঠক বসে। বৈঠকে রায় নিজেদের পক্ষে না আসায় বিবাদীগণ বাড়ী ফেরার পথে বাদী পক্ষের আব্দুল মতিনকে পথ রোধ করে পরিকল্পিত ভাবে দেশিও অস্ত্র, হাসুয়া, রড়, বাঁশের লাঠি নিয়ে মজনু গংয়ের লোকজন হামলা করে।

এ ব্যাপারে প্রতিপক্ষ মো. মজনু বলেন, আমরা কোন হামলা করিনি। তারা মিথ্যে বলছেন।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাজমুল কাদের বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।