মাদারীপুরের রাজৈরে মাঠ হতে ধান কেটে নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রাঘাতে কাজল বাড়ৈ (১৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাজিতপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক কাজল বাড়ৈ একই গ্রামের জ্ঞান বাড়ৈর ছেলে।
হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিকেলে বাবার সঙ্গে নিজ জমি থেকে ধান কাটতে যায় কাজল। পরে হঠাৎ করে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে ধানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় তার কাছাকাছি বজ্রপাত হলে তিনি জ্ঞান হারিয়ে জমির মধ্যে লুটিয়ে পড়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কাজলকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর মডেল থানার এএসআই রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।