ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর রাধিকা সড়কে মোটরসাইকেল অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে উজ্জল মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত,আহত ২।
মৃত উজ্জল মিয়া শিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে, উজ্জল মিয়ার আপন মামা জানান আমার ভাগিনা একজন ট্রাক্টর ড্রাইভার ছিলেন, আজ ২৯ এপ্রিল মঙ্গলবার দুপুর আনুমানিক এক ঘটিকার সময় আমার ভাগিনা পার্শ্ববর্তী গ্রাম জুলাইপাড়ার পারভেজ আহমেদ নামে তার বন্ধুকে সাথে নিয়ে ট্রাক্টরের কিছু মালামাল কিনতে মোটরসাইকেল যুগে ব্রাহ্মণবাড়ীর উদ্দেশ্য রওয়ানা দেন পথিমধ্যেই অটো রিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনার শিকার হন,
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে ব্রাহ্মণবাড়িয়াগামী দুজন মোটরসাইকেল আরোহী ধনাশী নামক স্থানে পৌঁছিলে বিপরীত দিক থেকে একটি অটোরিকশা এসে মুখোমুখি সংঘর্ষ হয়, দুর্ঘটনার পর আশেপাশের লোকজন দৌড়ে এসে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করেন, উদ্ধারের পর সাথে সাথে পারভেজ আহমেদকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ও উজ্জ্বল মিয়াকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন, এবং অটোচালককে গ্রামীণ পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়,নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উজ্জল মিয়াকে মৃত ঘোষণা করেন তিনি আরো বলেন মাথায় এবং বুকে গুরুতর আঘাতের কারণে পথিমধ্যেই উজ্জল মিয়া মৃত্যুবরণ করেন, এদিকে পারভেজ আহমেদ মুমূর্ষ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন, প্রত্যক্ষদর্শীরা আরো বলেন মোটরসাইকেলের গতি বেশি থাকার কারণে এই দুর্ঘটনা হয়েছে বলে তাদের ধারণা, একমাত্র উপার্জনকারী উজ্জ্বল মিয়াকে হারিয়ে তার পরিবার এখন দিশেহারা।