বাগেরহাটের মোরেলগঞ্জে হাসান শেখ (২০) নামে এক ভ্যান শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) সকালে তেতুলবাড়িয়া বাজারের কাছে তাফালবাড়ি এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব আল রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মরদেহটি পার্শ্ববর্তী মোংলা উপজেলার উত্তর মাল গাজী গ্রামের হাসেম শেখের ছেলে হাসান শেখের। তিনি একজন পেশাদার ভ্যানশ্রমিক ছিলেন।
মোরেলগঞ্জ থানার ওসি রাজিব আল রশিদ বলেন, আজ সকালে তেতুলবাড়িয়া বাজারের কাছে তাফালবাড়ি এলাকার এক মৎস্য ঘেরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে।
নিহতের মুখমন্ডলে স্কচটেপ প্যাঁচানো রয়েছে। তিনি পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত