পটুয়াখালীর পায়রা (আরএনপিএল) ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিত্যাক্ত মালামালের স্তুপে (স্ক্যাপইয়ার্ডে) অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২০ একর জমির ওপর স্থাপিত স্ক্যাপইয়ার্ড স্থাপন করা হয়। যা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে প্রায় ৫শ মিটার দূরত্বে অবস্থিত। অগ্নিকান্ডে বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রীডে সরবরাহ অব্যহত রয়েছে।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রহস্যজনক আগুনের সূত্রপাত হলেও রাত দেড়টার দিকে কলাপাড়া ফায়ারসার্ভিসের দুটি ইউনিট, বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট এবং নৌ বাহিনীর একটি ইউনিট ও সেনাবাহিনীর ক্যাপটেন এসএম আরাফাতের নেতৃত্বে চার ঘন্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকান্ডের মুল রহস্য উদঘটনে আরএনপিএল এর তত্ববধায়ক প্রকৌশলী আব্দুল হালিম, নির্বাহী প্রকৌশলী শওকত ওসমান এবং ডিপুটি ম্যানেজার আমিনুল ইসলাম সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন এই তদন্ত কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত