ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর তিতাস নদীতে এক জেলের জালে ধরা পরলো ২৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ। আজ (২৮/০৪) সোমবার দুপুরে উপজেলার মনতলা সীতারামপুর ব্রিজের নিচে তিতাস নদী থেকে এই মাছটি ধরেন জেলে সুধীর বর্মনের নৌকার জেলারা।
জানা যায়, উপজেলার নবীনগর পৌরসভার ৩নং ওয়ার্ড গোপীনাথপুর গ্রামের জেলে সুধীর বর্মন সহ অন্য জেলেরা প্রতিদিনের ন্যায় আজও তিতাস নদীতে মাছ ধরতে যান। ৪৫ হাত লম্বা বাছুরি নৌকায় জাল দিয়ে তারা তিতাস নদীতে মাছ ধরেন। আজ দুপুর ১২ টার দিকে তার জালে ২৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পরে। পরে জেলে মাছটি নবীনগর বাজারে নিয়ে আসলে কুয়েত প্রবাসী জালাল উদ্দিনের চোখের পরে মাছটি তার পছন্দ হলে দরদাম করে ৭৫০ টাকা কেজি ধরে মাছটি বিক্রি করেন।
নৌকার মালিক সুধীর বর্মন দৈনিক কালের প্রতিচ্ছবি পত্রিকার প্রতিনিধিকে জানান, দুপুরে তিতাস নদীতে আমাদের জালে ২৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পরে। পরে মাছটি বাজারে নিয়ে আসেন। নৌকার অন্য জেলে বীরোন্দ্র বর্মন বলেন, আমাদের জালে ধরা পড়া মাছটির ওজন প্রায় ২৫ কেজি। ৭৫০ টাকা কেজি ধরে এটি বিক্রি করেছি। তিতাস নদীতে এত বড় মাছ কম উঠে। সৌভাগ্যক্রমে এই মাছটি জালে লেগেছে। এতো বড় মাছ ধরা পড়াতে তিনিরা খুব উৎফুল্ল প্রকাশ করেন।