ঠাকুরগাঁও সদর উপজেলার ২ নং আখানগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ ধনীপাড়া ( বয়তাল পাড়া) গ্রামে আগুনে ৬টি ছাগল সহ হাস- মুরগি আগুনে দগ্ধ হয়ে মারা গেছে।
রবিবার (২৭ শে এপ্রিল) আনুমানিক রাত ১২ টা ৩০ মিনিট এর সময় পোশত উদ্দিন ছেলে হাসিবুল বাড়িতে অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর দক্ষিণ ধনী পাড়া (বয়তাল পাড়া) গ্রামের মোঃ হাসিবুল বাড়ির গোয়াল ঘরে আগুন লাগে। পরে রাত ১২ টা ৩০ মিনিটে দিকে বাড়ির লোকজন আগুন লাগার বিষয়টি টের পান। তাদের চিৎকারে স্থানীয়রা ও পরবর্তীতে আটোয়ারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে গোয়ালঘরে বেঁধে রাখা ৬ টি ছাগলসহ হাস- মুরগি আগুনে পুড়ে মারা যায়। এ সময় গোয়ালঘর, ছাগলের ঘর সহ একটি ১৫ থেকে ১৬ টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে এ ব্যাপারে কেউ কিছু বলতে পারছেন না তবে অনেকেই ধারণা করছেন কয়েলের আগুন থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।
হাসিবুলের বউ বলেন, আমার আমার স্বামী বাসায় নাই ধান কাটতে কুমিল্লায় গিয়েছে আমার বসতবাড়িতে আগুন লেগে গোয়ালঘরের পশুসহ বসতঘর পুড়ে গেছে নগদ কিছু অর্থ পুড়িয়ে গিয়েছি অনেকের থাকার ঘর রান্নার ঘর পুড়িয়ে গেছে। আমি একেবারেই নি:স্ব হয়ে গেছি। আমার স্বামী একজন দিনমজুর। মানুষের বাড়িতে কাজ করে ভাত খাই। এই ক্ষতি কিভাবে পূরণ করব। আমার সংসার কিভাবে চলবে। আগুন কোথা থেকে লেগেছে এ ব্যাপারে তিনি কোন কিছু বলতে পারছেন না।
আখানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইবনে ফজল ক্ষতিগ্রস্তের মাঝে কাপড়, শুকনো খাবার,চাল, ডাল বিতরণ করেন।
এছাড়াও ২ নং আখানগর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড মেম্বার মনোয়ার হোসেন লালু বলেন, আমি আমার ইউনিয়ন পরিষদের মো জনি পারভেজ প্যানেল চেয়ারম্যান কে অবগত করেছি তিনি তাৎক্ষণিক আমাদের মাঝে চাল, ডাল, শাড়ি,লুঙ্গি নিয়ে সহযোগিতা করেছেন চেয়ারম্যান আরো বলেন এই এলাকায় এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে তাই এই এলাকার মানুষকে সচেতন থাকার জন্য আহ্বান ব্যক্তিগতভাবে করতেছি এখানে অনেকেই অসহায় মানুষ মানুষের বাসায় কাজ করে। এখানে অনেকেই বাড়িতে দিনমজুরে কাজ করে তার সংসার চালাই। অগ্নিকাণ্ডে তার ৬টি ছাগল পুড়িয়ে ছাই হয়ে গেছে। সব মিলে প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। সমাজের বিত্তবানদের সহযোগিতার হাতে বাড়িয়ে দিয়ে এগিয়ে আসার আহ্বান জানাই।
আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফর রহমান সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (রফিক)
কৃষক দলের সম্পাদক মতিউর রহমান ও স্থানীয় অন্য ব্যক্তিবর্গ