ঢাকাবুধবার , ২৩ এপ্রিল ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে গভীর রাতে ডাকাতি, গণধর্ষণ , স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ!

খুলনা ব্যুরো-
এপ্রিল ২৩, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

➤শৈলকুপা ডাকাতদের অভয়ারণ্যে পরিনত
➤ মা ও মেয়ে  সংঘবদ্ধ ভাবে গণধর্ষণের শিকার
➤প্রসাশনের দ্বায়িত্বে অনিহা
➤সাধারণ মানুষের জনমনে আতংক

ঝিনাইদহের শৈলকুপায় গভীর রাতে মা ও মেয়ে ডাকাত দলের কাছে গণধর্ষণের শিকার হয়েছে স্বর্ণালংকার ও কাছে থাকা নগদ টাকা লুট করে নিয়েছে ডাকাতদল, ঘটনাটি ঘটেছে গত সোমবার গভীর রাতে উপজেলার ত্রিবেনী ইউনিয়নের দুলালপুর বিলের মধ্যে । তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা বা লিখিত অভিযোগ পায়নি পুলিশ।

জানা যায়, গত সোমবার মা ও মেয়ে ঢাকা থেকে নিজ বাড়ী হরিনাকুন্ডুর পদ্মানগরের উদ্দেশ্যে বাসযোগে রওনা দেয়। বাসটি গভীর রাতে শৈলকুপার শেখপাড়া বাজার এসে পৌছালে সেখানে তারা নেমে পড়েন।

এরপর ভ্যানে করে তারা ঐ রাতেই হরিনাকুন্ডুর পদ্মানগর গ্রামের উদ্দেশ্য রওনা দেয়। ত্রিবেনী সড়কের দুলালপুর বিলের কাছে পৌছলে পথিমধ্যে ডাকাতদল তাদের ধরে মাঠের মধ্যে নিয়ে যায়। এসময় মা ও মেয়েকে সংঘবদ্ধ ধর্ষন করে কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে তাদের ছেড়ে দেয়। প্রাণ ভয়ে কাউকে কিছু না বলে ধর্ষিতা মা ও মেয়ে সেই রাতেই বাড়িতে ফিরে যায়। পরদিন সকালে এ ঘটনা এলাকায় জানাজানি হয়ে যায়। ধর্ষিতা মেয়েটি এক সেনা সদস্যদের স্ত্রী বলে জানা গেছে।

এ ঘটনা ত্রিবেনী শেখপাড়া ও রামচন্দ্রপুর এলাকায় মুখে মুখে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তবে স্থানীয় রামচন্দ্রপুর ক্যাম্পের ইনচার্জ আমিরুল ইসলাম বলেন ঘটনাটি এখনো আমি শুনি নাই, আপনার স্ট্যাটাস দেখে জানতে জানতে পারি তবে আমার ক্যাম্পের অফিসার এ এস আই আকরামুজ্জামান বিষয়টি জানতে পারে, তার সাথে কথা বলার পরে তিনি বলেন ডাকাতের ঘটনার সত্যতা আমরা পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত এ ঘটনায় কোন মামলা বা লিখিত অভিযোগ আমরা পায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।