ঢাকাশনিবার , ১৯ এপ্রিল ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে হাসপাতাল থেকে ৬ মাসের শিশু চুরির অভিযোগ,পাগল প্রায় মা

রকিবুজ্জামান মাদারীপুর
এপ্রিল ১৯, ২০২৫ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুরে জেলা হাসপাতাল থেকে আব্দুর রহমান নামে ৬ মাসের এক শিশু চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সন্তান হারিয়ে পাগল প্রায় শিশুটির মা সুমি আক্তার। শিশুটিকে ফিরে পেতে মায়ের বুকফাটা কান্না আর আহাজারিতে ভারি হয়ে উঠেছে পুরো হাসপাতাল এলাকা।

শনিবার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ৬ তলার শিশু ওয়ার্ডে এ ঘটে এ ঘটনা।

জানা যায়,সদর উপজেলার মহিষেরচর পাকা মসজিদ এলাকার বাসিন্দা সুমন মুন্সি তিনদিন আগে অসুস্থ দুই বছরের মেয়ে জামিলাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ৬ তলার শিশু ওয়ার্ডে ভর্তি করেন।শনিবার দুপুরে বড় মেয়ে জান্নাতকে খাওয়াচ্ছিলেন সুমনের স্ত্রী সুমি আক্তার। এ সময় গোলাপি রংয়ের বোরকা পড়া এক নারী ছোট ছেলে শিশু আব্দুর রহমানকে কোলে তুলে নেন।একপর্যায়ে আদর করার ছলে হাসপাতালের বারান্দায় নিয়ে যান।পরে মুহূর্তেই মায়ের চোখ ফাঁকি দিয়ে রহমানকে নিয়ে সটকে পড়েন ওই নারী। অনেক খোঁজাখুঁজি করে শিশুটিকে না পেয়ে পুলিশে খবর দেয় পরিবার।

এদিকে হাসপাতালের বাহিরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৬ মাসের শিশুকে কোলে নিয়ে ইজিবাইকে করে হাসপাতাল ছেড়ে যাচ্ছেন বোরকা পড়া এক নারী। হাসপাতালে নিরাপত্তা না থাকায় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্বজনদের।

নিখোঁজ শিশু আব্দুর রহমানের মা সুমি আক্তার বলেন, ‘আমার আদরের সন্তানকে কোলে নিয়ে এভাবে ওই নারী পালিয়ে যাবে বুঝতে পারিনি। চোখের পলকেই এই ঘটনা ঘটেছে। আমি আমার আদরের সন্তানকে ফেরত চাই।’

শিশুটির বাবা সুমন মুন্সি বলেন, ‘আমি কাজে ছিলাম। আমার ছেলেকে চুরি করে নিয়ে গেছে, এটা শুনেই হাসপাতালে ছুটে এসেছি। আমি আমার সন্তানকে ফেরত চাই। আর এই চক্রের সঙ্গে জড়িতদের বিচার চাই।’

শিশুটির আত্মীয় সাইদুর রহমান খান বলেন, ‘হাসপাতালে নিরাপত্তার অভাব। ফ্লোরের কোথায়ও কোনো সিসিটিভি ক্যামেরা নেই। থাকলে খুব সহজেই অপরাধীদের শনাক্ত করা যেতো। শুধুমাত্র হাসপাতালের নিচতলায় সড়কে একটি ক্যামেরায় ইজিবাইকে করে চলে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে। আমরা এমন ঘটনা কিছুতেই মেনে নিতে পারছি না।’

এ ব্যাপারে মিডিয়ার সামনে কথা বলতে রাজি হয়নি সদর হাসপাতালের কোনো চিকিৎসক।

এদিকে ঘটনা তদন্তে এরইমধ্যে মাঠে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ কাজ শুরু করেছে।পাশাপাশি এই চক্রে জড়িতদের ধরতে তৎপরতা শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা বলেন, ‘হাসপাতাল থেকে এক শিশু নিখোঁজের ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। এরইমধ্যে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই চক্রে যে বা যারাই জড়িত থাকুক সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।”

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।