আজ সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে বিপ্লব আদিত্যর একক আবৃত্তিসন্ধ্যা। 'প্রেম ও দ্রোহ' শীর্ষক অনুষ্ঠানটি আয়োজন করছে তারুণ্যের স্বর। অনুষ্ঠানের সদস্যসচিব চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন জানান, আবৃত্তিসন্ধ্যা হলেও অনুষ্ঠানে থাকবে কথা-কবিতা আর গানের সম্মিলন। বিনোদন ডেস্ক
সকলের আমন্ত্রণ রইলো......
আমার অনেক পছন্দের একজন
৯৮ ব্যাচের বন্ধু বিপ্লব আদিত্য এর একক আবৃত্তি সন্ধ্যা।
আজ ১৯ এপ্রিল, শনিবার, বেগম কবি সুফিয়া কামাল মিলনায়তনে (বাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা।)
অনুষ্ঠানটি উপভোগ করার জন্য সকলকে আমন্ত্রণ করা হলো।
প্রেম ও দ্রোহের কবিতা নিয়ে কথা, কবিতায় ও গানে। সন্ধ্যা ৬:৩০ টায়!
একটি "তারুণ্যের স্বর" এর প্রযোজনা
#প্রেম_ও_দ্রোহ
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত