মাদারীপুরের কালকিনিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) সকালে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ গনশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন।
এসময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, “বিগত সরকারের শাসনামলে দেশে হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করা হয়েছে এবং প্রকৃত মুক্তিযোদ্ধারা অবহেলিত হয়েছেন।”
দ্বি-বার্ষিক সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা আঃ রব মিয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কাজী হুমায়ন কবির,মাদারীপুর জেলা জাতীয়তাবাদী দলের আহবায়ক এ্যাডঃ জাফর আলী মিয়া ও সদস্য সচিব জাহান্দার আলী জাহান।
এছাড়া সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস সিকদার।
সম্মেলনে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম মাহবুব হোসেন মুন্সী ও বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডো হাবিবুল হক। এছাড়া সম্মেলনে কালকিনি উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।