আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোর থেকে আমতলীতে টানা বৃষ্টিপাত শুরু হয়েছে। একটানা ভারী বৃষ্টির কারণে শহরের বেশিরভাগ রাস্তাঘাটে পানি জমে গেছে, কাঁচা রাস্তাগুলো কাদায় পরিণত হওয়ায় জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে। তারই প্রভাবে আমতলীসহ বরগুনা জেলায় শুরু হয়েছে অবিরাম বর্ষণ, যা শুক্রবার পর্যন্ত স্থায়ী হতে পারে।
শহরের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা জানান, সকাল থেকে ক্রেতাশূন্য বাজারে বিক্রি নেই বললেই চলে। কেউ কেউ দোকান খুললেও আবার বৃষ্টির তীব্রতায় বন্ধ করে দিয়েছেন।
স্থানীয় বাসিন্দা রুবেল হোসেন বলেন, “রাস্তায় হাঁটাও যায় না। পাড়ার রাস্তায় হাঁটু সমান কাদা। ছোট বাচ্চাদের স্কুলেও পাঠাতে পারিনি।”
এদিকে আমতলী উপজেলা প্রশাসন জানায়, দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রয়োজনে আশ্রয়কেন্দ্র খোলার ব্যবস্থাও রয়েছে।
স্থানীয়দের প্রতি সতর্কতা জারি করে প্রশাসন বলেছে, “জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন বাইরে না বের হয়। পুরনো ও ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি থেকে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হচ্ছে।”
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত