ঢাকাবুধবার , ১৬ এপ্রিল ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ

মো:বদরুল আলম সুমন, ঝিনাইদহ প্রতিনিধি
এপ্রিল ১৬, ২০২৫ ১২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের জেলা সদরের সাগান্না ইউনিয়নের উত্তর নারায়ণপুরে দোকান বাকি  টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোহাম্মদ আলী (৬০)। তিনি সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুর গ্রামের মৃত কেনু মিয়ার ছেলে।

এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন আসাদুল ইসলাম (১৯), তার বাবা আশকর আলী (৬২) ও আশকর আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাওনা টাকা আদায়ের জন্য আসাদুল ইসলামের কাছে যান মুদি দোকানি মোহাম্মদ আলী। ওই সময় আসাদুল, তার বাবা আশকর আলী ও আশকর আলীর স্ত্রী মিলে মোহাম্মদ আলীকে বেধড়ক মারধর করেন।

একপর্যায়ে মোহাম্মদ আলী মাটিতে লুটিয়ে পড়েন। এসময় স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

নিহতের ছেলে মশিয়ার রহমান বলেন, দোকান বাকির টাকা চাইতে গেলে সন্ত্রাসীরা আমার বাবাকে পিটিয়ে হত্যা করেছে। আমরা যেন মামলা না করি, তার জন্য নানান রকম চাপ দিচ্ছে। আমি এই হত্যার বিচার চাই। আমরা হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করবো।

এবিষয়ে সদর থানায় যোগাযোগ করা হলে থানা থেকে জানানো হয়,আমরা ঘটনাটি জানতে পেরে জরুরি পদক্ষেপ নিয়েছি, পরবর্তীতে মামলা ও তদন্ত সাপেক্ষে আরও পদক্ষেপ নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।