খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ এপ্রিল) রাতে খালিশপুর থানা এলাকা হতে নাইমুল ইসলাম @ খালেদকে গ্রেফতার করেছে। সে খালিশপুর এলাকার বাসিন্দা
মৃত হারুন অর রশিদ এর ছেলে এবং কেসিসি'র ১১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
মহানগর ডিবির ওসি মো: তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে কেএমপি এর খালিশপুর থানার এফআইআর নং-১১, তারিখ- ৩০ আগস্ট,মামলার আসামি। ২০২৪; জি আর নং-২৬১, তারিখ- ৩০ আগস্ট, ২০২৪; ধারা- সে এজাহারে অভিযুক্ত আসামী। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মোট ০৪ (চার) টি মামলা রয়েছে। গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গ্রেফতারের বিষয়ে নগর ডিবির ওসি তৈমুর ইসলাম নিশ্চিত করে বলেন, তাকে বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত