পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা নববর্ষ উপলক্ষে চক্ষু রোগীদের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সকালে কালকিনি ইসলামিয়া ফাউন্ডেশনের উদ্যোগে কালকিনি ইসলামীয়া চক্ষু হাসপাতালে প্রায় ১৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
চক্ষু সেবা প্রদান করেন ডাঃ নাঈম আহম্মেদ।
এ বিষয়ে কালকিনি ইসলামীয়া চক্ষু হাসপাতালের পরিচালক মাওলানা এস.এম নেছারউদ্দিন জানান,কালকিনির জনগনের জন্য বিশেষ বিশেষ দিনগুলোতে কালকিনি ইসলামীয়া চক্ষু হাসপাতাল এরকম সেবা প্রদান করে থাকে।ভবিষ্যতেও এমন সেবা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত