সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উক্ত র্যালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সাংস্কতিক সংগঠন, শিশু-কিশোরসহ নানা শ্রেণী পেশার মানুষ বাঙ্গালী সাজে সেজে অংশ গ্রহন করেন।
পরে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলামের সভাপতিত্বে বাঙ্গালীর সংস্কৃতিতে পহেলা বৈশাখের তাৎপর্য তুলে ধরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপস্থিত সকলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিান উপভোগ করেন। এরপর অফিসার্স ক্লাবে জাতীয় মাছ ইলিশ ও পান্থা ভাত খাওয়ার উৎসবে সকলে মেতে উঠেন।