ঠাকুরগাঁও সহ আশপাশের অঞ্চল
কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কৃষি ফসলের ক্ষয়ক্ষতি।
৩:০০ টায়* হঠাৎ শুরু হওয়া এক -কালবৈ-শাখী ঝড়ে-ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায়-পেঁয়াজের ফুল-ও -ভুট্টা ক্ষেতের*ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টিতে একাধিক জমির ফসল মাটিতে লুটিয়ে পড়ে এবং কিছু এলাকায় গাছপালাও উপড়ে যায়।
পেঁয়াজ ক্ষেতের ফুলগুলো* ঝড়ের প্রবল বাতাসে ছিঁড়ে যায়, ফলে ফুল থেকে পেঁয়াজ গঠনের সম্ভাবনা কমে গেছে। এতে কৃষকদের আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ভুট্টা ক্ষেতের-অনেক গাছ ঝড়ে পড়ে গেছে বা মাটিতে হেলে পড়েছে। কিছু গাছে ফল ধরার আগেই ভেঙে পড়ায় ফলন কমে যাবে বলে কৃষকদের দাবি।
এছাড়া-কিছু এলাকায় টমেটো, লাউ, কুমড়া ও মরিচ ক্ষেতেও সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
একজন কৃষক বলেন!!পেঁয়াজে ফুল ধরা শুরু হয়েছিল, আর একটু সময় পেলে ভালো ফলন হতো। এই ঝড়ে সব শেষ হয়ে গেল।”
আরেকজন জানান, “ভুট্টার সময় চলছে। এমন ঝড়ে সব গাছ মাটি ছুঁয়ে পড়ে গেছে। ক্ষতি পুষিয়ে ওঠা কঠিন হবে।”
প্রাকৃতিক দুর্যোগ যেমন কালবৈশাখী ঝড়, কৃষকদের কষ্টের ফসলকে মুহূর্তে ধ্বংস করে দিতে পারে। কৃষকদের পাশে দাঁড়ানো এবং দ্রুত ক্ষতিপূরণ ও সহায়তা দেওয়া এখন সময়ের দাবি। প্রশাসনেরল উচিত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে কৃষকদের ক্ষতির হাত থেকে রক্ষা করা ও ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকা।