১৩নং পাহাড়তলী এলাকায় খুলশী থানাধীন ওয়ার্লেস ৪নং লাইনের শেষ মাথায় তালতলা কলোনীতে যুবদল নেতা মোঃ হেলাল হোসেনের অনুসারীদের সাথে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াকিল হোসেন বগার অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে, এই সময় কয়েক রাউন্ড গুলি ছোড়াছুড়ি হয়। এই ঘটনায় হেলাল গ্রুপের শাকিল, রাজু, ছাত্র নেতা জামিল ও ইকবাল নামে ৪ ব্যাক্তি আহত হয়েছে বলে জানা গেছে। পরবর্তীতে বগা গ্রুপের সদস্যরা হেলাল গ্রুপের সক্রিয় সদস্য সাবেক ছাত্র নেতা জামিলের বাসা ভাংচুর করে এবং তাকেও আহত করেন।
এই ঘটনায় ১টি সিএনজি ও কন্সট্রাকশন কাজে ব্যবহৃত স্কেবেটরে আগুন দেয়াসহ ভাংচুর করা হয় এলাকার বেশ কয়েকটি ঘরবাড়ি ও দোকান পাট। রাত আনুমানিক ১টা থেকে এই ঘটনা ভোর পর্যন্ত থেমে থেমে দফায় দফায় সংঘটিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় সেনাবাহিনী টহল দিচ্ছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তার করতেই শক্তি প্রদর্শন করছে দুই গ্রুপ।
এই বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন গণমাধ্যম জানান “হেলাল গ্রুপের কয়েকজন বগার ছেলেপেলেদের ওপর হামলা করার প্রস্তুতি নিয়ে যায়, সেখানে যাবার পর বাকবিতন্ডার একপর্যায়ে হেলাল গ্রুপের কয়েকজন বগার ছেলেদের ওপর হামলা চালালে তারাও পাল্টা হামলা চালায়। এই ঘটনায় উভয়পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছেন এবং তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে”।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত