ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর পৌর ৩ নং ওয়ার্ডের খাজানগর এলাকায় শাহিন মিয়ার বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গ্যাসের চুলা থেকে লাগা আগুনে মুহূর্তের মধ্যে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১১ এপ্রিল) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নবীনগর বাজারের ফল ব্যবসায়ী শাহিন মিয়ার ঘরে হঠাৎ করেই আগুনের লেলিহান শিখা দেখা যায়। এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে নবীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এলাকাবাসী এক ঘণ্টার চেষ্টাই আগুন নিয়ন্ত্রণে আনেন ।
তবে ততক্ষণে শাহিন মিয়ার বসতঘর ও ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নবীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের চুলা থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
শাহিন মিয়া ও তার পরিবার এই অগ্নিকাণ্ডের ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন। তারা সরকারের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।