বিএনপির নবগঠিত গাজীপুর জেলা শ্রমিক দলের ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি সম্প্রতি ঘোষিত হয়েছে। এই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: আবুল কালাম প্রধান। তবে দায়িত্বপ্রাপ্তির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু ছবি ভাইরাল হয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, মো: আবুল কালাম প্রধান আওয়ামী লীগের গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমানের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক মিটিং ও মিছিলে অংশ নিচ্ছেন। এসব দৃশ্য ঘিরে রাজনৈতিক স্থানীয় অঙ্গনে ও সামাজিক মাধ্যমে উঠেছে নানা প্রশ্ন।
অনেকেই বলছেন, এ ধরনের দৃশ্য বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। কেউ কেউ এটিকে বিএনপির অভ্যন্তরীণ পর্যায়ে নজরদারির অভাব বলেও উল্লেখ করছেন।
একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন, “একজন মানুষ আওয়ামী লীগে থাকলেও নিজেকে পরিশুদ্ধ করে পরবর্তীতে বিএনপিতে যুক্ত হতে পারেন – এটা তার গণতান্ত্রিক অধিকার। তবে দলের অবস্থান স্পষ্ট রাখতে তৃণমূলে কর্মীদের যাচাই-বাছাই জরুরি।”
সাধারণ মানুষ মনে করছেন, রাজনৈতিক দলের নীতি নির্ধারকদের দায়িত্ব হলো দলের ভাবমূর্তি রক্ষায় যথাযথ তদারকি নিশ্চিত করা। কারণ একজন নেতার অতীত সংশ্লিষ্টতা প্রশ্নের মুখে ফেলতে পারে গোটা দলকেই।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের বিতর্ক শুধু ব্যক্তিকে নয়, বরং গোটা দলীয় কাঠামো ও নেতৃত্ব নির্বাচনের পদ্ধতিকেই প্রশ্নবিদ্ধ করে তোলে।
বিষয়টি নিয়ে এখনও বিএনপির কেন্দ্রীয় বা গাজীপুর জেলা শাখার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।