কত আশা কত স্বপ্ন মেয়েকে নিয়ে পরীক্ষার হলে যাবেন কে জানত আজই তার মৃত্যুর দূত এসে দাঁড়াবে তার দ্বারে তাঁর সন্তানরা হয়ে যাবে এতিম।অসুস্থ বাবার সাথে একই গাড়িতে পরীক্ষার হলের উদ্দেশ্য রওয়ানা হলেন তাসফিয়া নামের একজন এসএসসি পরীক্ষার্থী। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় তার বাবা হার্ট অ্যাটাক করে অসুস্থ হয়ে পরেন। তার বাবা মাহাবুবুর রহমানকে ওই অবস্থায় স্বজনরা একটি গাড়িযোগে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে রওনা হন। ওই গাড়িতে বাবার সাথে তাসফিয়াও উঠেন। পথে তিনি পরীক্ষার কেন্দ্রের সামনে নেমে যান।
তাসফিয়ার বাবা মাহাবুবুর রহমান যিনি নিজেও পেশায় একজন শিক্ষক। অসুস্থ মাহাবুবুর রহমানকে নিয়ে আসা হয় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এরপর জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তাসফিয়া তার বাবাকে অসুস্থ অবস্থায় দেখে পরীক্ষার কেন্দ্রে গেলেও তিনি তখন পর্যন্ত জানে না তার বাবা আর নেই ।
তাসফিয়া কালিশুরি এস এ ইনিস্টিটিউট থেকে এবছর এসএসসি পরীক্ষা দিচ্ছেন, ওই ইনিস্টিউটের প্রধান শিক্ষক ছিলেন তার বাবা মাহাবুবুর রহমান। মেয়ে পরীক্ষা দিচ্ছেন এ কারণে এ বছর তিনি কেন্দ্র সচিবের দায়িত্ব নেননি। মৃত মাহাবুবুর রহমানের বাড়ি উপজেলার কেশবপুর ইউনিয়নের ভড়িপাশা গ্রামে।
মাহাবুবুর রহমান স্যারের মৃত্যুতে বাউফলে শিক্ষক মহলসহ তার এলাকায় বইছে শোকের মাতম।