ঢাকাবৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে চট্টগ্রামে বিএনপির প্রতিবাদ ও সংহতি র‍্যালি

শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি
এপ্রিল ১০, ২০২৫ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

গাজা ও রাফা সীমান্তে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা, মানবিক বিপর্যয় এবং ব্যাপক হত্যাযজ্ঞের প্রতিবাদে চট্টগ্রামে প্রতিবাদ ও সংহতি র‍্যালির আয়োজন করে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। আজ বৃহস্পতিবার বাদ আসর জামাতুল ফালাহ মসজিদের সামনে থেকে শুরু হয় র‍্যালিটি। সেখানে বিএনপির হাজারো নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি পূর্ব এক সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। বক্তারা গাজার বর্তমান পরিস্থিতিকে ইতিহাসের জঘন্যতম মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করে বলেন, একটি জাতিকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করার যে ভয়াবহতা সেখানে চলছে, তা আর অগ্রাহ্য করার সুযোগ নেই। তাঁরা বলেন, শিশুরা ক্ষুধায় কাতর, হাসপাতালগুলো ধ্বংস হয়ে গেছে, চিকিৎসা নেই, পানি নেই, খাদ্য নেই—এই বিভীষিকার বিরুদ্ধে প্রতিবাদ না করা অপরাধ।

বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার বলেন, গাজার প্রতিটি করুণ চিত্র আমাদের হৃদয় ক্ষতবিক্ষত করে। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এমন বর্বরতা শুধু নিন্দার নয়, বিশ্বজুড়ে সোচ্চার প্রতিরোধের দাবি রাখে। তিনি আরও বলেন, আজকের এই র‍্যালির মাধ্যমে বাংলাদেশের মানুষ বিশ্ব মানবতার পক্ষে অবস্থান নিয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. শাহাদাত হোসেন বলেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বারবার যুদ্ধাপরাধ করছে। অথচ জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় এ বিষয়ে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছে না। বাংলাদেশ থেকে আমাদের শক্ত প্রতিক্রিয়া জানাতে হবে, কারণ আমরা ফিলিস্তিনের ন্যায়সংগত অধিকার ও আত্মনিয়ন্ত্রণের সংগ্রামের পক্ষে।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বলেন, ফিলিস্তিনের মাটি রক্তে ভিজে গেছে। প্রতিটি ঘরবাড়ি এখন ধ্বংসস্তূপে পরিণত। এই অব্যাহত হত্যাযজ্ঞ বন্ধে বিশ্ববাসীকে জেগে উঠতে হবে। আমরা যারা আজ এখানে দাঁড়িয়ে আছি, আমরা এক ধরনের নৈতিক দায়িত্ব পালন করছি—মানবতার পক্ষে অবস্থান নেওয়ার দায়িত্ব।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতা-কর্মীরা। বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ.এম. নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. এ. হালিম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, এম.এ. আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম রাসেল, শিহাব উদ্দিন মুবিন ও মনজুরুল আলম।

উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস, নুরুল আমিন ও চেয়ারম্যান নুরুল আমিন, সাবেক যুবদল নেতা মোশারফ হোসেন দীপ্তি, মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, সাইফুল আলম এবং শরিফুল ইসলাম তুহিনও সমাবেশে উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে গাজায় চলমান হত্যাযজ্ঞের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা দাবি করেন এবং বাংলাদেশের পক্ষ থেকেও সরকারি পর্যায়ে জোরালো অবস্থান নেওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, আজকের এই র‍্যালি কেবল প্রতিবাদ নয়, একটি ন্যায়সঙ্গত সংগ্রামে অংশগ্রহণের প্রকাশ। এই গণজাগরণ চলমান থাকবে,

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।