রাঙামাটির নানিয়ারচরে মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধিনে পরিচালিত এসএসসি পরিক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে নানিয়ারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র পরিদর্শন করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান।
এসময় নির্বাহী অফিসার পরিক্ষার কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি শিক্ষক ও কেন্দ্রের বাইরে অপেক্ষমান অভিভাবকদের সাথে কথা বলেন৷
কেন্দ্র পরিদর্শনকালে নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গদ চাকমা, বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল বিকাশ খীসা ও নানিয়ারচর রিসোর্স ইন্সট্রাক্টর মোহাম্মদ সরওয়ার কামাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার নানিয়ারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫টি স্কুলের মোট ৫৪০জন শিক্ষার্থী এবং বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চ বিদ্যালয়ের ৪টি স্কুলের ২১৩জন পরিক্ষার্থী এবারের পরিক্ষায় অংশগ্রহণ করছেন।
উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মো. সরওয়ার কামাল জানান, উপজেলার নানিয়ারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, বড় মহাপুরম উচ্চ বিদ্যালয়, ঘিলাছড়ি উচ্চ বিদ্যালয়, বুড়িঘাট উচ্চ বিদ্যালয়, কাট্টলতলী উচ্চ বিদ্যালয়, বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চ বিদ্যালয়, মহাপুরম উচ্চ বিদ্যালয়, গাইন্দাছড়ি উচ্চ বিদ্যালয় ও জাহানাতলী উচ্চ বিদ্যালয়সহ ৯টি বিদ্যালয়ের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ হতে মোট ৭৫৩জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয়।
এদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ড হতে উপজেলার একমাত্র মাদ্রাসা “ইসলামপুর দাখিল মাদ্রাসা” হতে এবার মোট ৩১জন শিক্ষার্থী জেলা শহরের সিনিয়র মাদ্রাসায় মানবিক বিভাগ হতে পরিক্ষা দিচ্ছেন বলেও জানা যায়।