খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার ২নং বোয়ালখালী ইউনিয়নের বাবু পাড়ার খোলা মাঠে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী ঐতিহ্যবাহী সাংগ্রাই মেলা। বৈ-সা-বি উৎসবকে সামনে রেখে আয়োজিত এই মেলা চলবে ৮ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত। পাহাড়ি জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য ও লোকজ উপস্থাপনায় মুখরিত হয়ে উঠেছে মেলাপ্রাঙ্গণ।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকাল ৪টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু ধর্ম জ্যোতি চাকমা। উদ্বোধনী আয়োজনে ছিল ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ঘিলা খেলা ও চাকমা নৃত্য ‘গড়িয়াল নৃত্য’সহ নানা বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি বাবু মৃত্তিকা চাকমা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বৈ-সা-বি আমাদের পাহাড়ি সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। এটি শুধু বিনোদন নয়, বরং সংস্কৃতি, ঐতিহ্য ও জাতিগত সংহতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা উদযাপন কমিটির আহ্বায়ক বাবু প্রফুল্ল কুমার চাকমা এবং সঞ্চালনা করেন ৩নং কবাখালী ইউনিয়নের চেয়ারম্যান বাবু নলেজ চাকমা (জ্ঞান)।
এ সময় মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপুলাক্ষ চাকমা, ধনপাড়া মৌজার হেডম্যান যুব লক্ষণ চাকমা, ২নং বোয়ালখালী ইউনিয়নের চেয়ারম্যান বাবু চয়ন বিকাশ চাকমা, ৪নং দীঘিনালা ইউনিয়নের চেয়ারম্যান বাবু চন্দ্র রঞ্জন চাকমা, ৫নং বাবুছড়া ইউনিয়নের চেয়ারম্যান বাবু গগন বিকাশ চাকমা, ৩১নং বোয়ালখালী মৌজার হেডম্যান বাবু ত্রিদিপ পোয়াং প্রমুখ।
উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং আয়োজকদের প্রশংসা করেন। মেলায় পাহাড়ি ঐতিহ্যবাহী খাবার, খেলনা, তাঁতের কাপড়সহ নানা ধরনের হস্তশিল্প ও পণ্য নিয়ে বসেছে শতাধিক স্টল। শিশু-কিশোরদের জন্য রয়েছে গ্রামীণ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। সন্ধ্যার পর প্রতিদিন চলবে সাংস্কৃতিক পরিবেশনা।
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু ধর্ম জ্যোতি চাকমা বলেন, “বৈ-সা-বি পাহাড়ি জনগণের প্রাণের উৎসব। সাংগ্রাই মেলা সেই প্রাণের স্পন্দনকে ধারণ করে। আমরা চাই, সবাই যেন শান্তিপূর্ণভাবে এই উৎসব উপভোগ করতে পারে—প্রশাসন সবসময় পাশে আছে।”