ঢাকামঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

পরপর তিন ওসির বদলি, ফাঁকা ময়মনসিংহ ডিবির ওসি পদ

Link Copied!

গত ৫ আগস্টের পর থেকে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) তিন ওসির বদলি হয়েছে। বর্তমানে ফাঁকা রয়েছে ওসির পদটি। ঘনঘন ওসি বদলি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানিয়েছেন নিয়মতান্ত্রিক জনস্বার্থে ওসিদের বদলি করা হয়েছে।

গত ৯ আগস্ট জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেনকে বদলি করা হয়। তাঁর স্থলে পদায়ন করা হয় শহিদুল ইসলামকে। তিনিও খুব বেশি দিন স্থায়ী হতে পারেননি তাকে বদলি করে ১লা জানুয়ারি দায়িত্ব দেয়া হয় আবুল হোসেনকে। গত ২৪ মার্চ আবুল হোসেনকে সরিয়ে দেয়া হলেও সেই নতুন করে কাউকে দায়িত্ব দেয়া হয়নি।

দেশের ৮ম বিভাগীয় জেলা ও সিটি করপোরেশনে যখন নানা অপরাধ মাদক, কিশোর অপরাধ, হত্যা, ছিনতাই বেড়েছে তখন ঘনঘন ওসি বদলি নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

সচেতন নাগরিক মহল বলছেন, একজন ওসি থানায় যোগদান করার সাথে সাথেই তাকে বদলি করা হলে কাজের অনেক শূন্যতা সৃষ্টি হয়। নতুন কেউ এসে থানার সার্বিক অবস্থা সম্পর্কে জানতে কেটে যায় কয়েক মাস।

বৈষম্য বিরোধী আন্দোলন জেলা শাখার সদস্য সচিব আলী হোসেন বলেন, ফ্যাসিবাদ ও তাদের দোসররা এখনো ধরাছোঁয়ার বাইরে। তারা এলাকায় ঘাপটি মেরে বসে আছে। জুলাই আকাঙ্খা এখনো পুরন হয়নি। ওসিরা স্থায়ী না হওয়ায় এক্ষেত্রে প্রভাব পড়ছে।

জেলা গোয়েন্দা শাখা থেকে বদলী হওয়া কয়েকজন কর্মকর্তা বলেন, উদ্বর্তন কর্তৃপক্ষ যা ভালো মনে করেন সেভাবেই আমাদের চলতে হয়। তাই বদলি ক্ষেত্রে তা আমরা মানতে বাধ্য।

জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, পুলিশ সবসময় জনস্বার্থে কাজ করে। তাই জনস্বার্থ বিবেচনায় ওসিদের বদলি করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।