ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে রাঙামাটির নারিয়ারচরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার মুসলিম তৌহিদী জনতার ব্যানারে একটি বিক্ষোভ র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি নানিয়ারচর মডেল মসজিদ হতে প্রধান সড়ক, বাবু চুণি লাল দেওয়ান সেতু, নিচ বাজার ও লঞ্চঘাট হয়ে চৌরাস্তা মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে নানিয়ারচর ইসলামপুর দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামাত ইসলামের আমীর মাওলানা জুলফিকার আলী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, নারিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কবির হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মেহেদী ইমাম।
উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার এর সঞ্চালনায় সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম, বিএনপির দপ্তর সম্পাদক মোঃ সানাউল্লাহ ইউপি সদস্য মো. আব্দুল মালেক, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা যুবদল সদস্য সচিব মোঃ আলী, যুগ্ম সম্পাদক মো. রিয়াজ, মাওলানা জাহাঙ্গীর আলম, মো. আব্দুল কাইয়ুম, ছাত্রনেতা হাসান মল্লিক, ইসলামি ছাত্র আন্দোলনের রাঙামাটি জেলা সভাপতি হোসাইন মল্লিক, ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকার মাওলানা হাসানুর রহমান ও স্থানীয় কাঠ ব্যবসায়ী মো. সোহেলসহ নানিয়ারচরের সর্বস্তরের মুসলিম জনতা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ইজরাইলি বর্বর হামলায় আজ বিশ্ব মানবতা নির্বাক। গাজার আকাশ বাতাস আজ ভারি হয়ে উঠেছে। আমরা এই নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। ইসরাইলি পণ্য বয়কট করা এখন মুসলমানদের ঈমানি দায়িত্ব। এসময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেল লরিয়েট ড. মুহাম্মদ ইউনুসকে গাজার গণহত্যা বন্ধে উদ্যোগ নিতে আশা ব্যক্ত করেন বক্তারা।
গাজায় গণহত্যা বন্ধ না হলে কঠিন আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা। সভা শেষে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প এর ছবি সম্বলিত কুশপুত্তলিকা আগুনে পোড়ান বিক্ষুদ্ধ জনতা। পরে ফিলিস্তিনে নিহত ও আহতদের জন্য বিশেষ দোয়া এবং মোনাজাত পরিচালনা করা হয়।