ঢাকাসোমবার , ৭ এপ্রিল ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির পৃথক অভিযানে একশ বস্তা ইউরিয়া সার জব্দ

Link Copied!

একই দিনে বিজিবির পৃথক অভিযানে নাইক্ষ্যংছড়ির দক্ষিণ সীমান্তের ৩৪ বিজিবি অধিনস্থ ঘুমধুম বিওপি’র বেতবুনিয়া এবং তুমব্রু বিওপি’র বাসুর দোকান নামক সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ দেশীয় পণ্য পাচারের খবর পেয়ে ৬ এপ্রিল রোববার ভোররাতে ঘুমধুম বিওপি এবং তুমব্রু বিওপি’র পৃথকভাবে ২ টি অভিযান চালানো হয।
এ সময় চোরাকারাবারীদল প্লাস্টিকের বস্তা কাঁধে নিয়ে সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমারে পাচারের প্রাক্কালে ওঁত পেতে থাকা বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে।
টের পেয়ে চোরাকারবারীদল তাদের বহনকৃত বস্তা গুলো ফেলে অন্ধকারে সুযোগে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থল হতে বিজিবি টহলদল বর্ণিত এলাকায় অনুসন্ধান চালিয়ে চোরাকারবারীদের ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তার ভিতরে থাকা ৪,৯০০ কেজি (১০০ বস্তা) বাংলাদেশী ইউরিয়া সার জব্দ করতে সক্ষম হন।
সীমান্তের ঘুমধুম পয়েন্টে দায়িত্বরত ৩৪ বিজিবি অধিনাযক লে: কর্ণেল মো: ফারুখ হোসেন খান বলেন,

জব্দ করা সারের সিজার ফরম প্রস্তুত করা হয়েছে। পরে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। এছাড়া তার অধিনস্থ পুরো সীমান্তের সর্বোচ্চ সতর্ক রেখেছে ৩৪ বিজিবি জোয়ানরা। উল্লেখ ১১ বিজিবির অভিযানে একই নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ কালে ২০ বার্মিজ গরু জব্দ করেছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।