জুলাই বিপ্লবে মাদারীপুর জেলার ১৯ জন শহিদের স্বজন ও আহতদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা বিনিময় ও অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে কালকিনি উপজেলার রমজানপুরের একজন শহিদের বাড়িতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
এসময় শুভেচ্ছা বিনিময় শেষে বক্তৃতায় তিনি বলেন,১৬ বছর ধরে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের শুধু অনুদান প্রদান নয়,তাদের স্বজনদের হত্যার বিচারও করা হবে।
দ্রুত এ সরকারকে নির্বাচন দিয়ে একটি গনতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরেরও আহবান জানান তিনি।
এ সময় জুলাই আন্দোলনে হতাহতদের পরিবার ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিল।
এর আগে খোকন তালুকদার কালকিনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলার মুক্তিযোদ্ধাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।