ঢাকাশনিবার , ৫ এপ্রিল ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

চৌদ্দগ্রামে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আলী হোসেন লিটন, চৌদ্দগ্রাম
এপ্রিল ৫, ২০২৫ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার চৌদ্দগ্রামে দাম্পত্য কলহের জেরে মো. রিয়াজ নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত ৯:৩০ মিনিটে চৌদ্দগ্রাম পৌরসদরের জামে মসজিদ রোডে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে লাশটি উদ্ধার করে চৌদ্দগ্রাম থানায় আনা হয়। শনিবার সকাল ৯ টায় লাশটি ময়নাতদন্তের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান চৌদ্দগ্রাম থানার এস আই সায়েদুর রহমান।
তবে এই ঘটনায় নিহতের পিতা-মাতা থানায় কান্না জড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান, তাদের ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
জানা গেছে, ২০২১ সালে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের মোঃ মোস্তফার সন্তান রিয়াজ (২৪) প্রেম করে পালিয়ে বিয়ে করেন একই ইউনিয়নের পাশ্ববর্তী দেড়কোটা গ্রামের অলি আহমেদের মেয়ে পিয়াসাকে(২২)।
ছেলে মেয়ের পরিবার বেশ কয়েক মাস তাদের সম্পর্ক মেনে নেয়নি। পরবর্তীতে মোস্তফা তার ছেলে এবং পুত্রবধূকে বাড়িতে নিয়ে আসে। এর মধ্যে ছেলে প্রবাসে চলে যাওয়ার কয়েক মাস পর পুত্রবধূ পিয়শা শ্বশুরবাড়ি ত্যাগ করে চৌদ্দগ্রাম ভাড়া বাসায় উঠে। প্রবাসী রিয়াজ কিছুদিন আগে দেশে এসে পুরাতন বাসা পরিবর্তন করে পৌরসভার জামে মসজিদ রোডে নতুন বাসায় ওঠে। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল। গত রাতে স্ত্রীকে রুমে রেখে রিয়াজ পাশের রুমের দরজা বন্ধ করে জানালার গ্রিলের সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।
নিহত রিয়াজের বাবা মোস্তফা জানান, ছেলের বউয়ের অন্যত্র সম্পর্ক আছে। টাকা পয়সা গয়নাগাটি আত্মসাৎ করে সে অন্যত্র চলে যাওয়ার উদ্ধেশ্যে আমার ছেলেকে হত্যা করেছে। আমি ছেলে হত্যার সুষ্ঠু বিচার চাই।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন বলেন, যুবকের আত্মহত্যার খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে। ময়নাতদন্ত রিপোর্ট এলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।