ঢাকাবৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে বিষধর সাপের কামড়ে সাংবাদিক পুত্রের মৃত্যু

Link Copied!

ঠাকুরগাঁওয়ে বিষধর সাপের কামড়ে সাংবাদিক পুত্রের মৃত্যু হয়েছে। এতে করে একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারটি পাগলপ্রায়।

ঠাকুরগাঁও সরকারপাড়ার বাসিন্দা স্বাধীনমত পত্রিকার জেলা প্রতিনিধি ইব্রাহিম আলমের একমাত্র ছেলে অর্ণব (৭)।
সাংবাদিক ইব্রাহিম আলম বলেন, দুপুরের দিকে আমার মেয়ে ছেলেসহ আমার সহধর্মিণী তার ফুপু বাড়িতে বেড়াতে যায়, সেখানে তার সমবয়সী বাচ্চাদের সাথে পটকা-বাজি খেলতে থাকে। এসময় আমার ছেলে অর্ণব পটকা-বাজি না খেলার জন্য লাইটার গর্তের মধ্যে লুকিয়ে রাখে। গর্তে লুকিয়ে থাকা বিষধর সাপ হাতের আঙ্গুলে ছোবল মারে। কিন্তু খেলার কারণে বুঝতে পারে নি আর এটাই হয়ে যায় তার জন্য কাল।
জানা গেছে, ঠাকুরগাঁও গড়েয়ায় চকমিল এলাকায় তার ফুপুর বাড়িতে বেড়াতে যায়। সেখানে বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে বিষাক্ত সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় ভাবে সেখানে তাকে ওঝা দিয়ে ঝাঁড়-ফুঁক করানো হয়। কিন্তু অবস্থা আরো বেগতিক হলে সন্ধ্যায় তাকে ঠাকুরগাঁও ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে ঠাকুরগাঁওয়ের তুখোঁড় সাংবাদিক বিশাল রহমান বলেন, ঈদের দু’দিন আগে এই মাসুম শিশুটির সাথে টাংগন রেষ্টুরেন্টে একসাথে ইফতার করেছিলাম।

এলাকা থেকে ওঝাদের ঝেটিয়ে বিদায় করার সময় এসেছে। সাপে কামড় দেওয়ার সাথে সাথে নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে আসলে হয়তো শিশুটি বেঁচে যেতো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।