ঝিনাইদহের কালীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে আবু তালেব (৩২) নামে এক যুবককে লোহার রড দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় আহত হয়েছেন ছবেদ আলী নামে আরেক ব্যক্তি।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোররাতে উপজেলার কাশীপুর বেদে পল্লীতে এ ঘটনা ঘটে।
নিহত আবু তালেব কাশীপুর বেদে পল্লীর বাসিন্দা ও মৃত আয়ুব হোসেনের ছেলে।
অভিযুক্ত রুবেল হোসেন (৩২) একই এলাকার মৃত মঙ্গল মিয়ার ছেলে। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত রুবেলকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোররাত ৩টার দিকে আবু তালেবের বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন রুবেল হোসেন। তালেব বাইরে বের হলে রুবেল লোহার ছুচালো রড দিয়ে তার বুকে আঘাত করেন। ঠেকাতে গেলে তালেবের শ্বশুর ছবেদ আলীকেও আঘাত করা হয়। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আবু তালেবকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, লোহার সূচালো অংশ দিয়ে আঘাত করে একজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রুবেলকে আটক করেছে পুলিশ।
তিনি আরও বলেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক রুবেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।