দৈনিক কালের প্রতিচ্ছবি-এর সম্পাদক ও প্রকাশক আল মামুন স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ১ এপ্রিল, মঙ্গলবার তিনি স্ট্রোক করেন এবং বর্তমানে চট্টগ্রামের স্যাভরন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তার আশু সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে এবং পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সোহাগ আরেফিন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, আল মামুন সাংবাদিকতার পাশাপাশি বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব পালন করে আসছেন। তিনি দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
পরিবার ও সহকর্মীরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে কিছুটা সময় লাগবে। এ অবস্থায় সকলের শুভকামনা ও দোয়া তার দ্রুত আরোগ্যের জন্য সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত