দিল্লিতে বসে কোনো ষড়যন্ত্রই দেশের মানুষকে ফ্যাসিবাদী খুনিদের বিচার থেকে পেছনে ফেরাতে পারবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
জুলাই বিপ্লবে যেসব শহীদের রক্তের ওপর দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, তাদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে বললেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
বুধবার (২ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারে বলেন, ‘দিল্লিতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। যতই ষড়যন্ত্র করুক, ফ্যাসিবাদী খুনিদের বিচার আমরা করবোই। দিল্লিতে বসে যেকোনো ষড়যন্ত্রই দেশের মানুষকে সেই বিচার থেকে পেছনে ফেরাতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লবে যেসব শহীদের রক্তের ওপর দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, তাদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে। শেখ হাসিনা হেলিকপ্টারে ভারতে পালিয়ে যাওয়ার এক সপ্তাহ আগে তার স্বজনদের দেশ ছাড়ার সিগনাল দিয়েছিল। দেশে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে বিপদে রেখে হাসিনা ও তার স্বজনরা সবাই পালিয়ে গেছে।’
দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান বলেন, ‘ভারতের কলকাতায় বসে হাসিনা একেক সময় একেক উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। আমরা শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে শপথ নিয়েছি। আমরা ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার বাংলার মাটিতে করবোই। আমাদের জীবনের বিনিময়ে হলেও আমরা তাদের বিচার করবোই। দিল্লি থেকে কোনো নসিহত বাংলাদেশের বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে পারবে না।’
জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষার্থী মহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত