ঢাকামঙ্গলবার , ১ এপ্রিল ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে মোটর সাইকেল বাইসাইকেল সংঘর্ষে নিহত ১ আহত ২

রফিকুল ইসলাম তাড়াশ, সিরাজগঞ্জ।
এপ্রিল ১, ২০২৫ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের তাড়াশে বেপরোয়া গতির কারণে মোটর সাইকেল ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইদ্রিস আলী (৩৮) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে তাড়াশ-কাটাগাড়ী আঞ্চলিক সড়কের উকিলের পুকুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাইসাইকেল চালক ইদ্রিস
তাড়াশ পৌর সদরের ভাদাস মধ্যপাড়া গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে।

এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের আব্দুল গফুর কর্মকারের ছেলে জুবায়ের হোসেন (১৮) ও একই গ্রামের ইব্রাহিমের ছেলে হুজাইফা (১৯) গুরুতর  আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী মাসুদ রানা জানান, সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে আমরা ওই সড়ক দিয়ে অটোযোগে যাওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেল গিয়ে একটি বাইসাইকেলকে ধাক্কা দেয়।

এ সময় তিনজনই গুরুতর আহত হলে তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শ্যামল কুমার জানান, গুরুতর আহত তিনজনকে নিয়ে আসার আগেই বাইসাইকেল চালক মারা যান। আর মোটরসাইকেল আরোহী দু’জন গুরুতর আহত হওয়ায় তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদের মধ্যে মোটরসাইকেল চালক জুবায়ের হোসেনের অবস্থা আশঙ্কাজনক।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) নাজমুল কাদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।