ঢাকাসোমবার , ৩১ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

মহেশখালীতে জমি নিয়ে সংঘর্ষের আশঙ্কা, কামাল মাঝিকে হত্যার হুমকি

কক্সবাজার ব্যুরোঃ
মার্চ ৩১, ২০২৫ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

মহেশখালীর শাপলাপুরে জমি নিয়ে বিরোধের জেরে কামাল মাঝিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
৩০ মার্চ (রবিবার) বিকেলে শাপলাপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে বুধারপাড়া এলাকায় কামাল মাঝির গাড়ি আটকে হামলার চেষ্টা করা হয়। কামাল মাঝি অভিযোগ করেছেন, সাবেক মেম্বার রশিদ আহমদ এর নের্তৃত্বে এই হামলা চালানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কামাল মাঝির সাথে মোনাফ গং এর সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছে। এই বিরোধের জেরে এর আগেও একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। কামাল মাঝির স্ত্রী উম্মে হাবিবা গত ২৫ জানুয়ারি মহেশখালী থানায় একটি ডাকাতির অভিযোগ দায়ের করেন। এছাড়া, কামাল মাঝি গত ১৭ জানুয়ারি আব্দুল মোনাফ গংয়ের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ আনেন।
স্থানীয়রা জানান, বিরোধপূর্ণ জমির পরিমাণ প্রায় সাত শতক। এই জমিতে একটি পলিথিনের ঘর তৈরি করা হয়েছে, যেখানে এক মহিলা চার সন্তান নিয়ে বসবাস করছেন। মহিলাটি দাবি করেন, তার পিতা ভিটা বিক্রি করলেও পুকুর বিক্রি করেননি।
কামাল মাঝি জানান, তিনি ৮০ কড়া জমি কিনেছেন, যা ১ নম্বর খাস খতিয়ানভুক্ত। তিনি দাবি করেন, ১৮ বছর ধরে তিনি এই জমি ভোগদখল করছেন।
মোনাফ দাবি করেন, তাদের পূর্বপুরুষরা ভিটা বিক্রি করলেও পুকুর বিক্রি করেননি, তাই তারা জমিটি দখলে নিয়েছেন।
এই জমি কেনাবেচার সময় তিনজন সাক্ষী ছিলেন, যাদের মধ্যে একজন মারা গেছেন। বাকি দুজন জানান, জমিটি কামাল মাঝির মায়ের নামে কেনা হয়েছিল এবং তারা দীর্ঘকাল ধরে এটি ভোগদখল করছেন।
স্থানীয় গ্রাম পুলিশ মমতাজ জানান, এর আগেও সীমানা নিয়ে বিরোধের মীমাংসা করা হয়েছিল এবং তখনও বিবাদীরা পুকুরের দাবি তোলেনি।
কামাল মাঝি জানান, এর আগে তার বাড়িতে একাধিকবার হামলা হয়েছে এবং তার স্ত্রীর গায়েও হাত তোলা হয়েছে। তিনি মহেশখালী থানার ওসি কাইছার হামিদকে বিষয়টি জানিয়েছেন।
স্থানীয়রা আশঙ্কা করছেন, এই বিরোধ দ্রুত সমাধান না হলে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। কামাল মাঝির পরিবার প্রশাসনের সহযোগিতা কামনা করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।