বন্ধুদের অকৃত্রিম বন্ধন অটুট রাখার জন্য দীর্ঘ ১৭ বছর পর পটুয়াখালীর বাউফলে ঐতিহ্যবাহী বাউফল সরকারি কলেজের এইচ এসসি ব্যাচ২০০৭ এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাউফল সরকারি কলেজের মিলনায়তনে ৩০মার্চ রোজ রবিবার বিকাল ৫.৩০ মিনিট উক্ত ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ওই ইফতার মাহফিলে বাউফল সরকারি কলেজের
প্রয়াত সকল শিক্ষক কর্মচারীদের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং কর্মরত সকল শিক্ষক কর্মচারিদের সুস্থায়ু কামনা করা। আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল সরকারি কলেজের গণিত বিভাগের অধ্যাপক এএসএম. এনামুল হক সায়েম। অন্যান্যদের মধ্য উপস্থিত ছিল এইচ এসসি ২০০৭ ব্যাচের মেধাবী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ ন্যাশনাল হসপিটালের প্রধান নির্বাহী প্রকৌশলী ফাইকুজ্জামান রাসেল, আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাছেল, প্রকৌশলী মো. কাইয়ুম খান, প্রকৌশলী মিঠুন চক্রবর্তী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার আবুল কালাম, ৩৬ তম বিসিএস এর শিক্ষা ক্যাডার ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যাপক মো.মানিক, বাংলাদেশ পুলিশের সিআইডি বিভাগের এস আই মো. জহিরুল ইসলাম রানা, শিক্ষকদের মধ্য মো. মিরাজ, মো. রফিকুল ইসলাম, মো. মিরাজুল ইসলাম,আশিষ কুমার মজুমদার, মো. জসিম উদ্দিন( শিক্ষক ও সাংবাদিক) মো. দুলাল হোসেন, (শিক্ষক ও সাংবাদিক), প্রভাষক মো. আব্দুল আলিম, বিশিষ্ট ব্যবসায়ী মো. রুহুল আমিন, মো. সৈকত, মো. হাসান, প্রমূখ।