গত ২৪ মার্চ ২০২৫ তারিখ আনুমানিক ১৪.০০ ঘটিকায় ছোটহরিণা ব্যাটালিয়ন (১২বিজিবি) এর টহলদল কর্তৃক ছোটহরিণা বাজারঘাট নামক চেক পোষ্টের সামনে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন নৌকা তল্লাশি করে ৩৮.৬৯ ঘনফুট অবৈধ সেগুন গোলকাঠ আটক করতে সক্ষম হয়েছে। যার আনুমানিক মূল্য ৭৮,৭৭২.৮৪/- টাকা।
অপরদিকে গত ২৭ মার্চ ২০২৫ তারিখ আনুমানিক ১০.৩০ ঘটিকায় ছোটহরিণা বাজার থেকে সীমান্তের দিকে যাত্রাকালে সন্দেহভাজন নৌকা তল্লাশীকালে অবৈধ ৫৭০ কেজি বাংলাদেশী রসুন এবং অবৈধ পশু খাদ্য ১১৬৬ বোতল পুদিনা এস (আরক পুদিনা ইউনানি ঔষধ) নৌকায় রেখে মাঝি পালিয়ে যায়। পরবর্তীতে ছোটহরিণা ব্যাটালিয়নের টহলদল কর্তৃক উক্ত মালামাল আটক করা হয়, যা ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হয়েছিল। যার আনুমানিক মূল্য ৫,৫৬,৫৬০/. ১২ বিজিবি ছোট হরিনা জোনের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত